নাটোরের ছয় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মেয়র পদে বিএনপির ১৪ ও আওয়ামী লীগের ৭ জনসহ ২৮ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সময়ে কাউন্সিলর পদে ২৪২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত (ধানের শীষ) ছয় জনের মধ্যে চারজন বর্তমান মেয়র, একজন সাবেক মেয়র ও অপর একজন গত নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। এ ছাড়াও আরো আট বিএনপি নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপর দিকে আওয়ামী লীগের (নৌকা) ছয়জনের মধ্যে পাঁচজনই এবার মেয়র পদে নতুন প্রার্থী এবং এদের মধ্যে দুইজন নারী প্রার্থীও রয়েছেন। এ ছাড়া নলডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৭ হাজার ২০৪ জন ভোটারের নাটোর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও আওয়ামী লীগ মনোনিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, জাতীয় পাটির আব্দুল মান্নাফ, ওয়াকার্স পাটির মাহবুবুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী জেলা যুবদলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী।
সিংড়া: ২৩ হাজার ৪০৫ জন ভোটারের সিংড়া পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব ম্যাব এর মহাসচিব শামীম আল রাজি সিহানূর রহমান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিংড়া পৌর আওয়ামী লীগ ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। বিকল্পধারার মোহাম্মদ আলী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ ও থানা বিএনপির সদস্য মালেক রানা।
বড়াইগ্রাম: ১২ হাজার ৮৯৯ জন ভোটারের বড়াইগ্রাম পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র মো. ইসাহাক আলী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌরসভার কাউন্সিলর আব্দুল বারেক ও জাতীয় পাটির প্রার্থীর বেলাল হোসেন হিরু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল হক মুক্তা।
গোপালপুর: ১৫ হাজার ৭১৯ জন ভোটারের গোপালপুর পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নজরুল ইসলাম মোলাম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্তজা লিলি। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল ও পৌর বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচি।
গুরুদাসপুর: ২২ হাজার ৬১০ জন ভোটারের গুরুদাসপুর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মো. মশিউর রহমান বাবলু। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা। ওয়াকার্স পাটির সুলতান আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা আমজাদ হোসেন।
নলডাঙ্গা: সাত হাজার ৬৪১ জন ভোটারের নলডাঙ্গা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র মো. আব্বাস আলী নান্নু। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফি উদ্দিন মোল্লা। স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থিত জিল্লুর রহমান ও আওয়ামী লীগ সমর্থিত আনিসুর রহমান এবং জামায়াতের নজরুল ইসলাম।
এ ছাড়া নাটোর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়জন, সিংড়ায় সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন, বড়াইগ্রামে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন, গোপালপুরে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন, গুরুদাসপুরে সাধারণ কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং নলডাঙ্গা পৌরসভায় সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নাটোরের এই ছয় পৌরসভার মধ্যে সিংড়া পৌরসভা নির্বাচনে জেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম সরকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জেলার বাকি পাঁচটি পৌরসভাতে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব