মেহেরপুর জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ কর্মীকে আটক করছে। এদের মধ্যে বিএনপির ১৬ জন এবং জামায়েতের ৮ জন রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর সদর, গাংনী ও মুজিনগর থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আটক আসামিরা হরতাল অবরোধে গাছকাটা, সড়ক অবরোধসহ নাশকতা মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ