দিনাজপুরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য শরিফুল ইসলাম ইতালীয় পাদ্রি হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দিনাজপুরে ইতালীয় পাদ্রি ডা. পিয়েরো পারলারিকে গুলি করে হত্যাচেষ্টায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন কাহারোলে ইসকন মন্দিরে গুলি-বোমা হামলায় হাতেনাতে আটক জেএমবি সদস্য শরিফুল ইসলাম।
শুক্রবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, রিমান্ডে থাকা শরিফুল বৃহস্পতিবার বিকালে দিনাজপুর অতিরিক্ত বিচারিক হাকিমের আহসানুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
“গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের ইতালীয় পিয়েরোকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে শরিফুল সরাসরি জড়িত ছিল বলে জবানবন্দিতে স্বীকার করেছে।”
এসাই বজলুর আরও জানান, “শরিফুল বলেছে, সে জেএমবির নেতাদের কয়েকজনের মধ্যে অন্যতম। তার মিশন দিনাজপুর।”
প্রসঙ্গত, দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনের সড়কে গত ১৮ নভেম্বর সকালে সাইকেল আরোহী ইতালী নাগরিক ডা. পিয়েরোকে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করে। এরপর গত ১০ ডিসেম্বর কাহারোলে ইসকন মন্দিরে গুলি-বোমা হামলা করে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব