নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরিচর গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা অধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, পেরিচর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আমিনুলে সাথে একই এলাকার দুদু মুহুরী ও তার ভাই আক্কাসের সঙ্গে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে আমিনুল মোটরসাইকেল যোগে পেরিচর যাওয়ার পথে দুদু মুহুরী ও তার ভাই আক্কাস দলবল নিয়ে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে আমিনুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত আমিনুলকে এলাকাবাসী উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, উদ্ধারের পর সুরুতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন