বগুড়া জেলার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ীদহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন (৬৫) মারা গেছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী সরকার ভোলা জানান, রাত ৭টার দিকে গোলাম হোসেন বাড়ি থেকে পায়ে হেঁটে দশমাইল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হওয়ায় সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন