কক্সবাজার সদর উপজেলায় সাড়ে ২১ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ডিগকুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সেলিম উল্লাহ (৩২) আটক করা হয়। সেলিম উল্লাহ দক্ষিণ ডিগকুল এলাকার হাজি শামসুল হুদার ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এসএম সাইদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দক্ষিণ ডিগকুল এলাকায় সেলিম উল্লাহ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে সাড়ে ২১ হাজার ইয়াবা উদ্ধার এবং সেলিমকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন