টাঙ্গাইলের কালিহাতীতে জাঁকজমক ভাবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ৭৮তম জন্ম দিন পালিত হয়েছে। লতিফ সিদ্দিকীকে প্রতিহতে ডাক দিয়ে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কালিহাতী জামে মসজিদ ও আশপাশের মসজিদ থেকে মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে একটি সমাবেশ করে। এ সময় লতিফ সিদ্দিকীকে প্রকাশ্যে তওবা করার আহবান জানানো হয়।
এদিকে ১৮ ডিসেম্বর জননেতা আব্দুল লতিফ সিদ্দিকীর জন্ম দিন পালন উপলক্ষে উপজেলা শহরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাক ডোল বাজিয়ে, বেলুন উড়িয়ে মিছিল নিয়ে লতিফ সিদ্দিকীর কালিহাতীস্থ বাস ভবনের সামনে হাজির হয়। উপলক্ষে বাস ভবনের সামনে লাঠি বারি খেলাসহ বিভিন্ন কর্মসুচি চলছিল। বিকেল ৪টার সময় ৭৮ পাউন্ডের বিশাল আকৃতির একটি কেক কাটেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তার স্ত্রী বেগম লায়লা সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রীর বাসভবনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ঈমাম খান সোহেল হাজারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি নুরনবী সরকার প্রমুখ।
পরে লতিফ সিদ্দিকী হাজার হাজার নেতাকর্মীদের মাঝে নিজ হাতে মিষ্টি ও কেক বিতরণ করেন।
উল্লেখ, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গত বছর যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া বৈঠকে ইসলামের অন্যতম রুকন হজ্ব, তাবলীগের বিশ্ব ইজতেমা এবং রাসুল সা. ও তার সাহাবাদের প্রতি বিদ্বেষমুলক মন্তব্যের কারণে মন্ত্রীত্ব, সাংসদ ও আওয়ামী লীগের দলীয় পদ হারিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন