জামালপুরের সরিষাবাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হানিফ নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হানিফ কুঠির হাট এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় মোটরসাইকেলে যোগে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হানিফের মৃত্যু হয়। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোজাফফর হোসেন মোজা নামে একজন পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনা স্বীকার করে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন