মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধের বিষয়ে পাকিস্তান নত না হলে আগামী সংসদ অধিবেশনে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।
তিনি আজ শুক্রবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক ছিল। তিনি প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। একথা বলায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী জিয়াউর রহমানকে বহিষ্কার করেছিলেন, তা জনগণ জানে না।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে উপজেলা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এ হান্নান রুনুর উপস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এস এম মুজিবুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন