বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পৌরসভার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জনগণের ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে জন্য কেন্দ্র পাহারা দিতে হবে। সরকার যদি ভোটের ওপর হাত দেয় আর ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে ৩০ ডিসেম্বরের পর থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় পৌরসভা নির্বাচনকে অন্যায়, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার এতোদিন জঙ্গিবাদের ধোঁয়া তুলে চিৎকার করলেও এখন বলছে, দেশে কোনো জঙ্গিবাদ নেই।’
এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ারও আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র।
পথসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাজাহান, জেলা বিএনপির সভপাতি অ্যাডভোকেট আহম্মেদ আযম খান, সাধারণ সম্পাদক শামছুল আলম তোফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন