গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজেদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী আশরাফুল ইসলামকে (৩৩) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার ও তার স্বামী আশরাফুলকে আটক করা হয়।
নিহত মাজেদা ওই গ্রামের একই ইউনিয়নের জামাল গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জের ধরে মাজেদাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে আশরাফুল।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, সন্ধ্যায় নিজ ঘরে বিছানায় মাজেদাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, নিহতের গলায় অস্পষ্ট দাগ এবং থুতনির বাম পাশে কাটা চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন