লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী ও অপর পথচারীসহ ২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফয়সালের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নিহত সাগর পৌর শহরের সমসেরাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, সাগর ও তার বন্ধু ফয়সাল মোটরসাইকেল যোগে শহরের উত্তর তেমুহনী থেকে রায়পুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে মানসিক ভারসাম্যহীন এক পথচারী হঠাৎ দৌড়ে রাস্তা পারাপারের সময়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মোটরসাইকেল আরোহী দু'জন ও এক পথচারীসহ তিনজন গুরুত্বর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ