সাভার পৌর এলাকায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেফল বেগম (৩০) পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শিংজালী গ্রামের হাসেম আলীর মেয়ে।
জানা যায়, শেফল বাড্ডা ভাটাপাড়া এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফিরে মেয়ে নাসরিনকে নিয়ে নিজের রুমে ঘুমাতে যান তিনি। এরপর রাতের যেকোনো সময় দুর্বৃওরা ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে শেফলের মা মেয়ের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা