শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একইসঙ্গে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এতে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের নিয়োগ নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সহসভাপতি মিজানুর রহমান মিজুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন আহত হয়। এরই জের ধরে শনিবার উভয় গ্রুপ ক্যাম্পাসে সশন্ত্র অবস্থান নেয়। এরই এক পর্যায়ে মিজানুর রহমান বহিরাগতদের নিয়ে সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের উপর হামলা চালালে এ সংঘর্ষ বাধে।
এদিকে, বৃহস্পতিবার লাঠি-সোটা নিয়ে হামলা চলালেও এদিন উভয় গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়। এতে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় পর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব