আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনে জামায়াত-সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী জেলে থেকে নির্বাচন করছেন।
জানা যায়, দর্শনা পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাহিকুল আলম অপু ও ৫নং ওয়ার্ডের আজিজুল ইসলামকে গত ১০ নভেম্বর দামুড়হুদা থানা পুলিশ তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে পুলিশ তাদেরকে বিস্ফোরক দ্রব্য মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। জামিন না পাওয়ায় তারা জেলখানা থেকেই নির্বাচন করবেন বলে জানা গেছে।
এ বিষয় দর্শনা পৌর জামায়াতের আমির বলেন, এটা ষড়যন্ত্রমূলক মামলা। জামিনের প্রক্রিয়া চলছে জামিন না হলে দুই কাউন্সিলর জেলখানায় থেকেই নির্বাচন করবেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন