ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আন্দোলপোতা গ্রামের মাঠে মনিরুজ্জামান ওরফে মিন্টু মণ্ডল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে, কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার সুবর্ণাসরা গ্রামে মাছের ঘেরে খাবার দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু কালীগঞ্জ উপজেলার সুবর্ণাসরা গ্রামের আতিউর রহমান মণ্ডলের ছেলে এবং বারোবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিকেলে মিন্টু সুবর্ণাসরা গ্রামের মাঠে তার মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে পিছন দিক থেকে পিঠে গুলি করলে সে দিঘির পানির মধ্যে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও কলা কেটে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার আন্দোলপোতা গ্রামের মাঠে মিন্টুর দীর্ঘদিন ধরে একটি দিঘিতে বিভিন্ন প্রজাতির হাইব্রীড মাছ চাষ করে আসছিল। সন্ত্রাসীরা মিন্টুর পূর্ব পরিচিত ও একটি রাজনৈতিক দলের ক্যাডার বলে পারিবারিকভাবে অভিযোগ করা হয়। তবে তারা নির্দিষ্ট করে কারও নাম বলতে পারেনি।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব