সাতক্ষীরায় জামায়াতের এক কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানান, পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় পাঁচজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে একজন, দেবহাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান এনামুল হক।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব