বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের এসআই সফিউদ্দিন ও দু’জন কনস্টেবলের বিরুদ্ধে উপজেলার জানেরপাড় গ্রামের একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বিষয়টি ফাঁস হয়ে গেলে নিজেকে বাঁচাতে ওই উপ-পরিদর্শক সালমা নামে এক নারীকে বাদী বানিয়ে উল্টো গৃহকর্তার বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত একটি মামলা দায়ের করান।
শনিবার সকালে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন উপজেলার জানেরপাড় গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম (২৮)। এবিষয়ে বাগেরহাট পুলিশ সুপার নিজাম উদ্দিন মোল্যা জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগে গৃহবধু ফাতেমা জানান, ১৪ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় শরণখোলা থানার এসআই সফিউদ্দিন দু’জন কনেষ্টবলসহ ওই গ্রামের মহারাজ হাওলাদার, লিপন সরকার, ইসমাইল হাওলাদার, আবু হানিফ, জলিল হাওলাদার, জাকির হাওলাদার, শাসসুল হক ও রুহুল আমিনকে সাথে নিয়ে তাদের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। ঘর না খুললে সামনের ও পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তারা। ভিতরে প্রবেশ করে তারা তার স্বামী মিন্টু হাওলাদারকে বেঁধে মারপিট ও আসবাবপত্র তছনছ করে নগদ নগদ টাকা ও স্বর্নালঙ্কার লুট করে নেয়। ঘটনার সময় তাদের ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে শরণখোলা থানার অফিসার ইনচার্জকে ফোন দিলে পুলিশ ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরদিন তিনি এ ঘটনার লিখিত অভিযোগ নিয়ে পরদিন ১৫ ডিসেম্বর মামলা করতে শরণখোলা থানায় গেলে ওসি মামলা নেননি। অথচ ঘটনার দুই দিন পরে ১৬ ডিসেম্বর উপজেলার খাদা গ্রামের শফিকুল হাওলাদারের স্ত্রী সালমা বেগমকে কথিত বাদী বানিয়ে তার স্বামী মিন্টুসহ ছয় জনকে আসামী করে নারী পাচারের হয়রানী মূলক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
স্থানীয় জানেরপাড় গ্রামের ইউপি সদস্য মতিয়ার রহমান, গ্রাম পুলিশ পান্না মোল্লা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাম সিপাই জানান, বিষয়টি শুনে তারা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা ভাঙ্গা দেখেন এবং বাড়ির মানুষ ও এলাকাবাসীর কাছে ডাকাতির ঘটনা জানতে পান। তবে, গৃহকর্তা মিন্টুর বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তারা জানান।
এসআই সফিউদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন বলেন, তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ থাকায় আমরা পেট্রোলে গিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়েছি মাত্র।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম মিয়া ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন