সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ৮শ পিচ ইয়াবাসহ নান্নু মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটককৃত নান্নু মিয়া থানার চড়িয়া শিকার দক্ষিনপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় উল্লাপাড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে অভিযান পরিচালনা করে নান্নু মিয়া (২৮) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন