চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর গোলাম কবীর গোলাপ (৪৫)কে আজ শনিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত একটি গোপনসভা করবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকাল পৌনে ৪টার দিকে আলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জামায়াত নেতা গোলাম কবীর গোলাপের বিরুদ্ধে হত্যা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ৩টি মামলায় গ্রেফতারী পরোয়না জারি থাকায় দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন