গোপালগঞ্জে খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে মারা গেছে রওশন সর্দার (৪৫) নামে এক গাছি।
আজ শনিবার দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার চাপাতা গ্রামের বিকু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রওশন সর্দার পাশের বরাসুর গ্রামের মৃত মিহির সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, ওই গাছি বিকু মোল্লার বাড়ির খেজুর গাছটি রস সংগ্রহের জন্য কাটতে যান। গাছ কাটার সময় খেজুরগাছের একটি ডাল নিচে বিদ্যুৎ তারের ওপর গিয়ে পড়ে। গাছ কাটা শেষ করে গাছি বিদ্যুতের তারের ওপর পড়া ডালটি টেনে নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন