বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সকাল পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন পত্রিকায় কর্মরত ৩ কর্মচারীসহ ৪ জন।
আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে শহরের গালাপাট্টিতে এঘটনা ঘটে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারী চলে যাওয়ার পরে কর্তৃপক্ষ পত্রিকা অফিসে তালা লাগিয়ে দেয়।
পত্রিকা অফিসের কম্পিউটার অপারেটর একরামুল হক আপেল জানান, প্রতিদিনের মত তারা অফিসে বসে কম্পিউটারে কম্পোজের কাজ করছিলেন। রাত সোয়া ৮টার দিকে হঠাৎ ১০-১৫ জন যুবক অফিসে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এসময় তাদের হামলায় তিনিসহ কম্পিউটার অপারেটর শহিদুল ইসলাম, পেস্টার মাহফুজুর রহমান ও নজরুল ইসলাম নামের এক বহিরাগত আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) ফজলে এলাহী জানান, পত্রিকা অফিসে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে, অফিস তালাবদ্ধ থাকায় পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি। এবিষয়ে পত্রিকা কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন