চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় মেয়ে জামাই টুটুলকে রড দিয়ে পিটিয়ে শ্বশুর নুর আলী ও শ্যালক মোস্তফা হত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রাত ১০টার দিকে পিটুনির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শহরের ফার্মপাড়ায় নুর আলীর মেয়ে নাজমার কয়েক বছর আগে একই পাড়ার আব্দুল খালেকের ছেলে টুটুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এ ঘটনার জের ধরে নাজমা সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। শনিবার রাত ৯টার দিকে টুটুল স্ত্রী ও সন্তানকে আনতে শ্বশুর বাড়ি যান। এ সময় স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টুটুলকে তার শ্বশুর নুর আলী ও শ্যালক মোস্তফা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির পাশে ফেলে রাখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে টুটুল মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর টুটুলের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব