খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ চার বনদস্যুকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মমতাজের ছেলে ফরিদ (২৬), ওয়াজেদ গাজীর ছেলে আকাত (৩০), শাহাজান গাজীর ছেলে মজিবার (২৭) ও তেঁতুলতলার চর গ্রামের শামছুর গাজীর ছেলে রব্বানী (২৫)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার বনদস্যুকে আটক করা হয়েছে। আটকরা সকলেই সুন্দরবনের বনদস্যু ইলিয়াস বাহিনীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব