বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ অাজ থেকে শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে সাক্ষাৎকার গ্রহণ ও বিষয় পছন্দ কার্যক্রম শুরু হয়। তা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সাক্ষাৎকার শেষে আগামীকাল সোমবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এছাড়া কোটাভুক্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। ওইদিন সাক্ষাৎকার এবং ভর্তি ফি গ্রহণ করা হবে।
পাশাপাশি আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা এবং ২৮ ডিসেম্বর ভর্তি ফি জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/শরীফ