ঠাকুরগাঁও জেলার আখানগর এলাকার ধনিপাড়া থেকে বিরল প্রজাতির একুিট শকুন উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত শীতে কাতর হয়ে হিমালয়ের বনাঞ্চল থেকে ছুটে এসেছিল হিমালয়ান গ্রুয়েল প্রজাতির শকুনটি। এদিকে এসেই শীত আর খাদ্য সংকটে পড়ে অসুস্থ হয়ে পড়ে শকুনটি। এজন্য উড়তে না পারার কারণে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পঞ্চগড়ের বন্য প্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবা শকুনটিকে উদ্ধার নিজের বাড়িতে নিয়ে আসে। তিনি জানান, শিগগিরই বিরল প্রজাতীর এই শকুনটিকে গাজীপুর সাফারী পার্কে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ