ঝিনাইদহের মহেশপুর উপজেলার বৈটিতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক তবিবুর রহমান (৪৫) মারা গেছেন।
আজ বুধবার মধ্যরাতে সে মারা যায়। নিহত কৃষক তবিবুর রহমান ওই গ্রামের আফজেল বিশ্বাসের ছেলে।
মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহিন জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৬ ডিসেম্বর প্রতিপক্ষের সাথে বিরোধ বাঁধে। এক পর্যায়ে ওই দিন দুপুরে নওদাপাড়া গ্রামের ৪/৫ জন দুর্বৃত্ত হাতুড়ী ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন