আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আসলামকে কুপিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত ছাত্রলীগ নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিএ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান সজল ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক লীগের আটক এই দুই নেতা মিলে ছাত্রলীগ নেতাকে ছুড়ি দিয়ে মাথায় ও পায়ে কোপায়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন