মেহেরপুর জেলার তিনটি ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইটভাটায় কাঠ পোড়ানো ও টিনের চিমনি ব্যবহার করায় আজ বুধবার বিকেলে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নূর এ আলম বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানো ও টিনের চিমনি ব্যবহার করায় তিন ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সদর উপজেলার বাবরপাড়ার মোজাম্মেল হককে ২০ হাজার, শওকত আলীকে ৩০ হাজার ও একই উপজেলার খোকসা গ্রামের জামিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন