রংপুর সদর উপজেলার ধর্মদাসপুর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে থেকে উৎস রহমান (৩৫) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি স্থানীয় দৈনিক পত্রিকা যুগের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সদর উপজেলার আলমনগর স্টেশন পাড়ার শামসুল হুদা মণ্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায় তারা।
দৈনিক যুগের আলো পত্রিকার রিপোর্টার রবিউল ইসলাম দুখু জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি ফোন পেয়ে উৎস অফিস থেকে বের হয়ে যান। এর পর তিনি আর বাসায় ফেরেন নি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাননি।
পরে সকালে ধর্মদাসপুর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন