নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন, নিরেপেক্ষ ও সকলের কাছে গ্রহণ যোগ্য একটি নির্বাচন আমরা উপহার দিব। এজন্য সকলের সহযোগীতা কামনা করে আমি বলতে পারি নির্বাচন হবে সুষ্ঠ।
ব্যালট বাক্স যেমন স্বচ্ছ, নির্বাচন ঠিক তেমনই হবে স্বচ্ছ। এখানে কোন আশংকা বা শংকা নাই। প্রার্থীরা আচরন বিধি মেনে প্রচার করবেন।
তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও নজিপুর পৌরসভার সকল প্রার্থী এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন