একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলের একটি আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন কালিয়া উপজেলার চাপাইল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ফারুকীর ছেলে রায়হান ফারুকী ইমাম।
বাদি পক্ষের আইনজীবী আব্দুস সালাম খান বলেন, 'বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা এবং জাতির জনকের গৌরবজনক ভূমিকা নিয়ে খালেদা জিয়া সম্প্রতি উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন। এ কারণে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ক্ষুদ্ধ হয়ে মামলাটি দায়ের করেন রায়হান ফারুকী ইমাম।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে বিজয় দিবসের এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন, 'আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে- আসলে কত লাখ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।'
বিএনপি চেয়ারপারসন আরো বলেছিলেন, তিনি (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।'
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ