সদ্য সমাপ্ত নির্বাচনে চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত দু’কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- টুটুল হোসেন (৩৮), আশাবুল হক (৩৬), রাজা হোসেন (২০), সুরুজ আলী (২৫), আলতাফ হোসেন (৫৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সকলেই আশংকামুক্ত।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ আহতদের উদ্ধৃতি দিয়ে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওর্ডারের এতিমখানাপাড়ার বিজয়ী কাউন্সিলর আবুল হোসেন ও পরাজিত কাউন্সিলর আব্দুর রাজ্জাক তরুর সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়। ঘটনার পরপরই আহতদের নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহতদের মধ্যে ৫ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই আবু জাহের ভুঁইয়া জানান, ভোট নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা পৌর নির্বাচনে ২ জন কাউন্সিলর ও একজন মেয়রের পক্ষে কাজ করেছিলেন।
বিডি-প্রতিদিন/০১ জানুয়ারি, ২০১৫/মাহবুব