গত ১৪ জানুয়ারী কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের আশ্রায়ন প্রকল্পের ৪০ জন দরিদ্র শিশুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন উত্সব পালন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের পরিচালিত শিশু বান্ধব কেন্দ্র। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার শিশুদের উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। আর ঠিক ৬ দিন পরে গত মঙ্গলবার রাতে তিনি বিভিন্ন ধরনের খেলনা, কম্বল ও নৃত্য পরিচালনার জন্য বিভিন্ন ধরনের বাজনা নিয়ে তিনি হাজির হন শিশুদের মাঝে। শিশুরাও খেলনাসহ অন্যান্য উপহার সামগ্রী পেয়ে নেচে গেয়ে মাতোয়ারা করে তোলেন উপস্থিত সকলকে। এসময় কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের পক্ষ থেকেও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রজেক্ট অফিসার মো. কবির উদ্দিন, প্রোগ্রাম সুপার ভাইজার সৈয়দা লুবনা সম্পাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ