কক্সবাজার জেলার রামুতে মুক্তিপণের জন্য অপহৃত দুই ভাইকে হত্যার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ তিন নারীসহ নয়জনকে আটক করেছে। এছাড়া ক্ষুব্ধ এলাকাবাসী আটক হওয়া চার ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার গর্জনিয়া ও বড়বিল গ্রামের ইমাম আলী, জাহাঙ্গীর আলম, আবদুল শুক্কুর, মো. ইউনুস, রাশেদা বেগম, লায়লা বেগম, আলমগীর হোসেন, ফাতেমা খাতুন ও রোমান উদ্দিন প্রকাশ নোমান।
রামু থানার ওসি আব্দুল মজিদ জানান, দুই শিশুকে হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী আটক ইমাম আলী, আবদুল শুক্কুর, মো. ইউনুস ও আলমগীর হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আবদুল শুক্কুর একটি হত্যা মামলার সাত বছরের পলাতক আসামি। আটক হওয়া অন্য আটজনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা ফোরকান বাদী হয়ে রামু থানায় আটজনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন