গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাখালি ব্রিজ এলাকায় করতোয়া নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে কাটাখালি ব্রিজ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। দুই যুবকের বয়স ২২/২৫ বছর হবে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাদেরকে হত্যার পর আলামত নষ্ট করতে উভয়ের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে ফেলেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন