লক্ষ্মীপুর সদর উপজেলা ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এতে জিসাদ আল নাহিয়ানকে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করে ইবনে হূদয় সাহা, আবদুর রাজ্জাক জিহাদ ও করিমুল হক কনক ক্বারীকে যুগ্ম-আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
এদিকে, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে রাফসান জানি বাপ্পিকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম রকি, মনোয়ার হোসেন জিহাদ ও রিয়াদ হোসেন রিফাতকে যুগ্ম আহ্বায়ক করে ৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ