কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিয়ানে ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ অভিযানে এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
শাহপরীরদ্বীপ কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার লিটন মিয়া জানান, আজ বৃহস্পপতিবার ভোরে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে সন্দেহজনক ট্রলার ধাওয়া করলে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাটে ভিড়িয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও কারেন্ট জালসহ একটি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার ইয়াবা, কারেন্টজাল ও ট্রলারের আনুমানিক মূল্য সাড়ে ৭৭ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, একই দিন ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই কাঞ্চনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা জাদীমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইযাবাসহ মিয়ানমারর আকিয়াব মংডু এলাকার মৃত কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদকে (৪০) আটক করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। আটক মিয়ানমার নাগরিককের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ