চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোগীর চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ ও সিভিল সার্জনের সাথে অসদাচরণ করার অভিযোগ পাওয়া গেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজির আহম্মদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, গত ১০ জানুয়ারি হাসপাতালের বহিঃর্বিভাগে ডা. নাজির আহম্মদ পুরুষ রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন। কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে আসা মহিলা রোগীর ভিড় বেশি হওয়ার কারণে তিনি ডা. নাজির আহম্মদকে মহিলা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ডা. নাজির আহম্মদ মহিলা রোগীদের চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করে সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনের সঙ্গে অসদাচরণ করেন। পরবর্তীতে ১১ জানুয়ারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন এই ঘটনার জন্য ডা. নাজির আহম্মদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানিয়ে লিখিত শো-কজ করেন। এর প্রেক্ষিতে ডা. নাজির আহম্মদ গত ১৬ জানুয়ারি শো-কজের উত্তরে লিখিতভাবে জানান, তিনি নিয়মিত রোগীর চিকিৎসা দিয়ে আসছেন।
এ বিষয়ে ডা. নাজির আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি মহিলা রোগীর চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশের কথা স্বীকার করলেও সিভিল সার্জনের সাথে কোন অসদাচরণ করেননি বলে জানান। উল্টো এইডস স্ক্রিনিং প্রোগ্রামে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন তার কাছ থেকে নিয়মিত মাসিক সাড়ে তিন হাজার টাকা করে উৎকোচ নেন বলে অভিযোগ করেন।
তবে সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন উৎকোচ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নিজের অপকর্ম এড়াতে ডা. নাজির আহম্মদ এখন মিথ্যা অভিযোগ করছেন।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ