ময়মনসিংহ নগরীরর টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে বস্তাভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে ওই এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় বস্তাভর্তি ১১ টি বুকের হাড় ও ২ টি মাথার খুলি উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন সোমবার বিকেলে বস্তার ভেতর এসব হাড়গোড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এগুলো কবর থেকে বিক্রির উদ্দেশ্যে তোলা হয়েছে। এ ঘটনায় কাশর এলাকার একটি গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের আটক করা হবে বলেও জানান তিনি।
এর আগে, গত বছরের ৩১ অক্টোবর নগরীর সাহেব আলী রোড এলাকার একটি ডাস্টবিন থেকে ১৭ টি হাড় উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে কঙ্কাল চোর সিন্ডিকেটের তিন সদস্য রমিজ, হারুন ও জাহাঙ্গীরকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন