মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের পাশে একটি আম বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে স্থানীয়রা কেদারগঞ্জ বাজারের ভাদু মোল্লার আম বাগানের একটি গাছে এক তরুণীর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ