কুমিল্লার চেৌদ্দগ্রামে কভার্ডভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেৌদ্দগ্রাম উপজেলার বাবুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার সজীব ((২৪) নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।
মিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, কুমিল্লার চেৌদ্দগ্রাম উপজেলার বাবুচি এলাকায় চট্টগ্রামগামী কভার্ডভ্যানের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও কভার্ডভ্যানের চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাক হেলপার সজীব মারা যান।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ