জাতীয় সাংবাদিক সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে শোভাযাত্রা ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেচ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবিব রেজা।
সমাবেশ থেকে সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল মালেক চেৌধুরী, আমিনুল হক সাদী, আলমগীর জোয়ার্দারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ