আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। দুপুরে উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে খড়িয়লা ও মৈশার গ্রামের কয়েক'শ দাঙ্গাবাজ রামদা, চাইনিজ কুড়াল, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লপ্তি হয়। সংঘর্ষকারীরা একসময় ঢাকা-সিলেট মহাসড়কের উপর দু'পাশে সংঘর্ষে লপ্তি হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা পর মহাসড়ক থেকে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়। পরে সংঘর্ষ গ্রামের ভেতর ছড়িয়ে পড়ে। পুলিশ প্রায় দেড় শতাধিক রাবার বুলেট ও কাদাঁনো গ্যাস ছুড়ে এবং ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতরা গ্রেফতার আতংকে উপজেলা ও জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ