বগুড়ায় রাশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া শহরের ফুলবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে এঘটনা ঘটে।
জানা যায়, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে শিক্ষার্থী ছাউনীতে বসেছিল রাশেদুল ও রাজিব। এ সময় একদল দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং রাশেদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে রাশেদুলের দুই হাত-পায়ের রগ কেটে যায় এবং শরীরে রামদার আঘাতের চিহ্ন দেখা যায়।
হামলার সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাশেদুলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, আহত রাশেদুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আধিপত্য নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এই ঘটনা ঘটাতে পারে। তবে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন