বগুড়ার কাহালু উপজেলার তেলিয়ান গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৫৪) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অজ্ঞাত ওই ব্যক্তির পরনে ছিল একটি চেক লুঙ্গি। তার এক হাতের মুঠোর মধ্যে কয়েকটি টাকা ও আরেক হাতে একটি স্যান্ডেল ছিলো।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, দুপুরে ওই পুকুরে এক ব্যক্তি মাছ ধরতে গেলে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোট না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন