সিরাজগঞ্জের সলঙ্গায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে সলঙ্গার হাটিপাড়া গ্রামের টিক্কা আকন্দের বাড়িতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলো-সলঙ্গার হাটিপাড়া গ্রামের টিক্কা আকন্দের স্ত্রী হেনা পারভীন (৪০) ও তার ছেলে জিহাদ হাসান (২০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি ইউনুছ আলী জানান, টিক্কা আকন্দের বাড়িতে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় টিক্কার স্ত্রী হেনা পারভীন ও ছেলে জিহাদ হাসান গাঁজা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ১০কেজি গাঁজা, একটি মোবাইল ও নগদ ৪৫৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৭২ হাজার টাকা। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন