রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতের নাম মো. আল মোমিন (২৪)। সে নরসিংদীর মনোহরদী গ্রামের আবদুর রশিদের ছেলে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আট নম্বর পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আট নম্বর পাড়া নামক এলাকায় পৌঁছালে হাটহাজারী থেকে আসা পর্যটকবাহী একটি জিপ পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় খাগড়াছড়ি থেকে আসা অন্য একটি পর্যটকবাহী পিকআপ পেছন থেকে জিপটাকে ধাক্কা দিয়ে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গেলে ৮ জন পর্যটক আহত হয়। ঘটনাস্থলে নিহত হয় মো. আল মোমিন (২৪) । খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে সাজেক ইউনিয়নে তিন বার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজন পর্যটক আহত ও নিহত হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনার মধ্যে- গত ১৯ ফেব্রুয়ারি পর্যটকবাহী একটি গাড়ি সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ের চম্পাতলী নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়। তাছাড়া গত ১৮ ফেব্রুয়ারি সাজেকের শিজকছড়া পানির পয়েন্ট নামক স্থানে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় ১ শিশু নিহত হয়। এ সময় মাইক্রোবাসটি সড়ক থেকে ৭০ ফুট নিচে খাদে পড়ে ১১ জন আহত হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ