দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে অশ্বণী কুমার রায় (৩৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয় মিলন চন্দ্র সরকার (১৮) নামে অপর এক মটরসাইকেল আরোহী।
নিহত অশ্বণী কুমার রায় দিনাজপুরের চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের বড়ভিটা হরিবাসরপাড়া গ্রামের জোতিন্দ্র নাথ রায়ের ছেলে এবং আহত মিলন চন্দ্র সরকার একই এলাকার জোতিন সরকার পাড়া গ্রামের সাংবাদিক মৃত্যুঞ্জয় সরকারের ছেলে।
রবিবার দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দিনাজপুর-রংপুর সড়কের মাকু ডাক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, অশ্বণী কুমার রায় এবং মিলন চন্দ্র সরকার মটরসাইকেল যোগে দুপুরে ভুষিরবন্দর হতে নিজবাড়ি যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর-রংপুর সড়কের ভুষিরবন্দর মাকু ডাক্তারের মোড়ে বিপরীতমুখী একটি দ্রুতগামী মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অশ্বণী কুমার রায় মৃত্যুবরণ করেন।
পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ