প্রথম ধাপে মাদারীপুরের শিবচরের ১৬ ইউনিয়নে আগামী ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ উপজেলার ১৬টি ইউনিয়নে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ইউনিয়নগুলোতে শুরু হয়েছে নির্বাচনী উৎসব। অন্যদিকে বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিতরা।
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান মুরাদ হাওলাদারকে মনোনয়ন দেওয়ায় অপর ২ প্রার্থী এবং তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার দুপুরে শিরুয়াইল ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিবচর পৌরবাজার প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শিরুয়াইল আলিয়া মাদরাসা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসকান মাতুব্বরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক মাতুব্বর।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ